1. hmshamsuddin2017@gmail.com : developer :
  2. hafiz.masrur@gmail.com : Jamia Umednagar : Jamia Umednagar
Search
Close this search box.
মুদিরে জামিয়া

মাওলানা তাফাজ্জুল হক হবিগঞ্জী রহ.- এর ইন্তেকালের পরে তার উত্তরসূরী নির্বাচিত হয়েছেন তার বড় ছেলে হাফেজ মাওলানা মাসরুরুল হক হবিগঞ্জী। সিলেটের ঐতিহাসিক ইসলামি বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া আরাবিয়া উমেদনগরের নতুন মুহতামিমের (প্রিন্সিপাল) দায়িত্ব পেয়েছেন তিনি।

৫ জানুয়ারি ২০২০ঈ. উমেদনগর জামিয়ার প্রতিষ্ঠাতা মুহতামিম ও দীর্ঘদিনের শাইখুল হাদিস আল্লামা হবিগঞ্জী রহ.-এর ইন্তেকালের দিনই প্রতিষ্ঠানটির মজলিজে শূরার সিদ্ধান্তক্রমে তাকে মাদরাসাটির মুদিরের দায়িত্ব দেয়া হয়। এর আগে তিনি জামিয়ার নায়েবে মুহতামিমের (ভাইস প্রিন্সিপাল) দায়িত্ব পালন করে আসছিলেন।

এছাড়াও মাওলানা তাফাজ্জুল হক হবিগঞ্জী রহ. পরিচালিত জামিয়া শারইয়্যাহ মহিলা মাদরাসারও প্রিন্সিপালের দায়িত্ব পেয়েছেন হাফেজ মাওলানা মাসরুরুল হক হবিগঞ্জী